RAIPUR BLOCK SCHOOL COMPLEX : অষ্টম শ্রেণী : देवभाषा सोपानम्
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
देवभाषा सोपानम् অষ্টম শ্রেণী: Model Question (15)
১. সঠিক পদটি বেছে শূন্যস্থান পূরণ করো এবং দেবনাগরী হরফে লেখো (3)
————- (দত্তবংশে / মিত্রবংশে) বিবেকানন্দঃ জাতঃ, । পিতুর্নাম ————–(বিশ্বনাথ / দেবনাথ)। তস্য বাল্যনাম ————— (বীরেশ্বরঃ / নরেশ্বরঃ)। সঃ————- (রামস্য / রামকৃষ্ণস্য /কৃষ্ণস্য) শিষ্যঃ । রামকৃষ্ণঃ ———– (চন্দ্ৰঃ / সূর্যঃ)। সঃ ———– প্রতিষ্ঠাতা (ভারত সেবাশ্রমস্য /বেলুড়মঠস্য)
শূন্যস্থান পূরণ (3)
উপযুক্ত পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
- (क)——— बालकः
- (ख) वेगवती ———-
- (ग) उत्तमः ————
- (घ) तामसी ———-
- (ङ) ———— वृक्षाः
- (च) मनोहरं ———–
- (छ) भारतस्य ——– नदी गङ्गा
- (ज) दुर्ज्जनस्य ————— भाषया
- (झ) कृषकाः सरलाः———–
- (ञ) ———– नराः भाग्यहीनाः
- (ट) बालिकाया: ——— नेत्रे
- (ठ) एका ———– बालिका।
- (क) —— मम सहोदरा।
- (ख) ——– ग्रामस्य विद्यालये पठामि ।
- (ग) महाजनो येन गतः —— पन्था
- (घ) ——— सर्वे तव सेवां करिष्यामः
- (ङ) ——- लोचनं शास्त्रम् |
- (च) भगवान् ——- नियन्ता ।
উপযুক্ত ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করো :
- (क) दुर्जनसंसर्ग ————-।
- (ख) धर्म ———–
- (ग) प्रातः कृषकाः क्षेत्रं ————
- (घ) पिता पुत्रेण सह ———
- (ङ) त्वं श्वः कलिकातां ————–
- (च) ते अन्नं ————– ।
- (छ) ———- वाला चन्द्रम् ।
- (ज) गृहे ———— बालकः ।
- (झ) यूयं जलं —————- स्म ।
- (ञ) विद्यालये तौ ———–।
- (ट) अद्य स वाराणसीं ———
শূন্যস্থান কৃদন্ত পদ বসিয়ে পূরণ করো :
- (क) रामेण सह सीता वनं ——-
- (ख) मम मित्रेण पत्री ———–
- (ग) ऋणं ———- घृतं पिवेत् ।
- (घ) सः रामायणं ————- गृहं गतः ।
- (ङ) रामः राज्यं ————-वनम् अगच्छत्।
- (च) कुम्भकारेण घटौ ————–
শূন্যস্থানে বন্ধনীর ভিতর থেকে সঠিক শব্দ এনে বসাও :
- (क) अहं शिक्षकं ———–(भविष्यति / भविष्यामि / भविष्यन्ति) ।
- (ख) त्वं———— (गमिष्यामि/गमिष्याव/गमिष्यसि ) ।
- (ग) स इदं कर्तुं ————(शक्नुत:/शक्नोति / शक्नुबन्ति ) ।
- (घ) त्वम् एतत् ———- (कुर्या:/कुर्यात्/कुर्यात) ।
বাংলা অর্থ অনুসারে সঠিক সংস্কৃত শব্দরূপটি লিখ
- (ক)তোমাকে=————— ( ত্বাম্ / তাম্ ) ।
- (খ) তোমাতে=———– ( ত্বয়ি / তস্মিন্ ) ।
- (গ) তোমার =—————( তব / তস্য ) |
- (ঘ) আমার =—————( মম / মহ্যম্ )।
- (ঙ) আমরা দু-জন =————–( আবাম্ / যূয়ম্ )।
- (চ) তাহার (পুং) =—————( তস্য / তস্যঃ ) ।
- (ছ) তাহার (স্ত্রী) =—————-( তস্মৈ / তস্যৈ ) |
- (জ) তাহাদের =—————-( তেষাম্ / তয়োঃ ) ।
সঠিক বাংলা অর্থটি লিখ
- (क) गमिष्यति =————— ( যাইবে / যাইতেছে / যায় ) ।
- (ख) अगच्छत् =——————(যাইতেছে / যাইবে / গিয়াছিল।)
- (ग) वदेत् =——————–(বলে / বলা উচিতI / বলেনি )।
- (घ) क्रीड़तु =———————- (খেলা করে / খেলা করা উচিত / খেলা করুক )।
নীচের বাক্যগুলির বিশেষ্য ও বিশেষণ পদ আলাদা করে প্রদত্ত ছকে লেখো :2
বাক্য | বিশেষ্য | বিশেষণ |
(क) सुन्दरी रमणी गच्छति । | ||
(ग) गङ्गा भारतस्य दीर्घतमा नदी । | ||
(घ) उद्याने सुन्दरा: लताः विद्यन्ते । | ||
(च) वलवन्तः नराः गच्छन्ति । | ||
(छ) अलसा: नराः भाग्यहीनाः । |
সংস্কৃতে অনুবাদ করো : 4
- একটি সুন্দরী বালিকা ।
- বেগবতী নদীগুলি ।
- সুন্দর পদ্মফুলগুলি ।
- দুটি বালক বই পড়ে।
- দীর্ঘ বৃক্ষগুলি।
- পাকা আমগুলি সে খাচ্ছে ।
- তোমার নাম কী ?
- সূর্য পূর্বদিকে উদয় হয়।
- তোমার বইটি দাও।
- তিনি আমার মা।
- এটি আমাদের বাড়ি।
- তুমি কোন শ্রেণিতে পড়ো?
- তাহারা পত্র লিখিবে।
- বর্ষাকালে বৃষ্টি হয়।
- তোমরা পরীক্ষায় সফল হইবে ।
- সূর্য উঠিতেছে ।
- সে মাঠে খেলতে যায়।
- তুমি এখানে থাকো।
- বালিকা আনন্দিত হইয়াছিল।
- গোপাল বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে।
- রাম বনে গিয়েছিল।
- সে আনন্দিত হয়েছিল।
- কখনও মিথ্যা কথা বলা উচিত নয়।
- মায়ের বাক্য পালন করা উচিত।
- ছাত্রদের বিদ্যালয়ে যাওয়া উচিত।
- শ্রদ্ধার সঙ্গে জ্ঞানলাভ করা উচিত।
- ছাত্রদের পুস্তকগুলি পাঠ করা উচিত।
বাংলায় অনুবাদ করো : 2
- सुन्दरः बालकः ।
- सुन्दरम् पुष्पम् ।
- सुन्दरा बालिका ।
- सुन्दरेण नरेण ।
- सुन्दराय नराय |
- वेगवत्यौ नद्यौ ।
- दुर्जनस्य मधुरया भाषया ।
- कृषकाः सरलाः नराः।
- कः त्वम् ? अहम् माधवः ।
- अयम् मम भ्राता ।
- त्वम् कुत्र वससि ? अहम् अत्र वसामि ।
- किं नाम तब भ्रातुः? मम भ्रातुः नाम गोपालः ।
- कः तव पिता ? मम पिता अध्यापकः ।
- वृक्षस्य शाखायाः पत्राणि पतन्ति ।
- उद्याने पुष्पानि प्रस्फुटन्ति ।
- मातृदेवो भव ।
- रमेशः अपश्यत् |
- यूयं जलं पिवथ स्म ।
- पवित्र जलं पिवेत् ।
- यूयम् जलं पास्यथ ।
- अहं शिक्षकः भविष्यामि ।
- रामेण सह सीता वनं गतः ।
- विद्वान् सर्वत्र पूजितः ।
- अहं पुस्तकम् पठितवान् ।
- सः रामायणं पठित्वा गृहं गतः ।
- प्रत्यहं ईश्वरं प्रणम्य कार्यं साधयेत् ।
- रामः राज्यं परित्यज्य वनम् अगच्छत् ।
সন্ধি 2
বিবেক +আনন্দ | = |
নর +ইন্দ্র | = |
বীর +ঈশ্বর | = |
অভয় +আনন্দ | = |
শব্দ রূপ 2
সাধু শব্দের প্রথমা একবচন =
বধূ শব্দের প্রথমা একবচন =
তদ্ (পুং ) শব্দের প্রথমা একবচন =
ধাতু রূপ 2
পা লট্ / লঙ্ / লৃট্ প্রথম পুরুষ একবচন
খাদ্ লট্ / লঙ্ / লৃট্ প্রথম পুরুষ একবচন